মিশন স্ট্রীট ফুড ...

 


শুক্রবার মানেই একটু ভিন্ন... আজকে দুইজনে মিলে ভাবলাম বিকাল বেলা বের হব, আর রাস্তা দিয়া হাটতে হাটতে যত স্ট্রিট ফুড ভালো লাগবে সব খাবো..
😋😋। তার মানে আজকে হচ্ছে স্ট্রিট ফুড ডে... 🤪🤪
চলুন দেখি শেষ পর্যন্ত কি কি খাইতে পারলাম...?
আর আমাদের এই অভিযান চলবে নিকুঞ্জ -২, এ।
অভিজান স্ট্রিট ফুড... 🤪
আমাদের খাওয়া যদি বিকালের পর শুরু হয় তাহলে তা অবশ্যই শুরু হবে চা অথবা কফি দিয়ে। আজকে শুরু হলো কফি দিয়ে। আমরা কফি খেলাম ১নাম্বার রোড এ। কফি পর্ব শেষ করে দুই নাম্বার রোড এর দিকে আগাচ্ছিলাম, মাঝখানে পেলাম পিঠার দুকান। এখানে প্রথমে খেলাম হচ্ছে চিকেন পুলি পিঠা, পরে মিস্টি পুলি দিয়ে শেষ করলাম। যেহেতু আজকে অনেক কিছু ট্রায় করার চিন্তা তাই আর অন্য পিঠা খেলাম না।
ওইখান থেকে হাটা শুরু করলাম ৫/৬ নাম্বার মাঠের দিকে। মুলত এই মাঠের চারপাশেই বেশি খাবারের দোকান।
হাটতে হাটতে গেলাম - টুইস্ট পটেটো এর দোকানের সামনে। অর্ডার দিয়ে একটু দারালাম কিন্তু দেখে বুঝলাম দেরি হবে। পাশেই দেখি গরম জিলাপি ভাজতেছে, ভাবলাম এটা হতে হতে জিলাপি খেয়ে আসি। চিকন জিলাপি আমার খুব পছন্দের আর সেটা যদি হয় গরম ভাজা...😋😋। জিলাপি খেয়ে গেলাম, টুইস্ট পটেটো এর কাছে। এই জিনিস আমি আগে কখনও খাইনি আজকেই প্রথম। একটু অপেক্ষা করতে হলো, তারপর হাতে পেলাম "টুইস্ট পটেটো"। জিনিসটা খেতে ভালোই লাগলো, কখনো সামনে পরলে অবশ্যই ট্রাই করবেন, খেয়াল রাখবেন ৩ ধরনের সস দিচ্ছে কি না.... 🤪
যাক এখান থেকে শেষ করে সামনে আগালাম। পেয়েগেলাম চাপ এর দোকান। এই লুচি চাপ এর প্রতি আমার একটা আকর্ষণ সবসময় ই থাকে, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। কিন্ত এখানে লুচি নেই, পরোটা দিয়ে খাইতে হবে। তাই দুইজনের জন্য চাপ আর দুইটা পরোটা অর্ডার দিয়ে বসলাম মাঠে রাখা টুলে। ঐদিক দিয়ে চাপ হচ্ছে আর এইদিক দিয়ে মশা আমাদের সাইজ করছে... 🤫
যাক অপেক্ষার পালা শেষ করে হাতে পেলাম চাপ আর পরোটা। খাওয়া শুরু করেই বুঝলাম এটাই আজকের শেষ খাওয়া হতে যাচ্ছে। চাপ এর টেস্ট খুব একটা ভালো না। সাথে খাচ্ছি পরোটা। যা ভাবছিলাম তাই, খাওয়া শেষে পেট ও ফুল আর টেস্ট খারাপ হওয়ায় আর কিছু খেতেও ইচ্ছা হলো না।
তারপরও সামনে আগালাম দেখি আর কিছু খাওয়া যায় কি না। সামনে দেখলাম ভুট্টা এর ভ্যান। কচি ভুট্টা আগুনে পুরে দিচ্ছে খাওয়ার জন্য। দেখে খেতে ইচ্ছা করলো। তাই অর্ডার করে দিলাম কচি ভুট্টা...
আগুনে পুরে তৈরি হয়ে গেলো ভুট্টা। হাতে নিয়ে বাসার দিকে হাটা শুরু করলাম, কারন আজকে আর কিছু খাওয়ার মতো অবস্থা নাই। পেট পুরাই ফুল..😊
এভাবেই শেষ হলো " মিশন স্ট্রিট ফুড "।
ওহ ফিরার পথে চোখে পরল ঘিয়ে ভাজা শনপাপড়ির ভ্যান। বউ আবার আমার মিষ্টি দেখলে পিপড়ের মত ছুটে যায়.... 🤪🤪। তবে শনপাপড়িটা সত্যিই মজার ছিলো।
চলুন এক নজরে দেখে নেই কি খেলাম এবং দাম কি রকম....
১) হট কফি - ৫০/-(১ মগ)
২) চিকেন পুলি পিঠা - ১০/- পিস
৩) নারিকেল পুলি পিঠা - ১০/- পিস
৪) চিকন জিলাপি - প্লেট ১০/- এবং ২০/-
৫) টুইস্ট পটেটো - ১৫/- পিস
৬) চিকেন চাপ- ৭০/- পিস
৭) পরোটা -১০/- পিস
৮) ভুট্টা - ২০/- পিস
৯) শনপাপড়ি - ৩০/- (১০০ গ্রাম)
আজকে এই পর্যন্তই।
ভালো থাকুন, ফ্যামিলিকে সময় দিন।
যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ দুষন করবেন না।

Comments