মন যা চায় ...!!!

 

 

 
শুক্রবার মানেই ঘুরাফিরা, কেনাকাটা, খাওয়া-দাওয়া। সকালে উইঠাই বউ বলতেছে আজকে এইটা খাওয়াইবা...? এইখানে নিয়া যাইবা...? এইটা কিইনা দিবা..?
বললাম দিব। একটু পর আবার... আমারে এইটা খাওয়াইবা।
বললাম সব খাওয়াব, সব যায়গায় নিয়া যাবো।
পরে বলে কি, আচ্ছা তাহলে আজকে আমার মন যা চাইবে তাই করব OK...?
আমি.... 😥 বললাম আচ্ছা।
চলুন তাহলে দেখি কতটুকু উড়লো Flying bird...🤪
প্রথম আবদার - নিউমার্কেট যাবে কিছু কেনাকাটা করবে। এই নিউমার্কেট একসময় এত যাওয়া হইছে বিষেশ করে ছাত্র অবস্থায়।
কিন্তু এখন নাম শুনলেই মাথা ঘুরে, শুধুমাত্র লোকজনের ভিড়ের জন্য। কিন্তু বউকে কথা দিছি অগত্যা যাইতেই হবে।
গেলাম নিউমার্কেট, যা ভেবেছিলাম মানুষ আর মানুষ... ওকে বললাম যা কিনার তারাতারি কিনে চলো।
কি কিনলো জানেন..?
ডাইনিং টেবিলের উপরের গ্লাস টা দাগ পরে যাচ্ছে তাই টেবিলক্লথ, আর পানি খাওয়ার জন্য কাচের গ্লাস, আর গরম জিনিস রাখার জন্য ওইটার নাম কি জানিনা তো..🤔
আচ্ছা যাই হোক আরো অনেক কিছুই কিনতে চাইলো, বড় দেয়াল ঘড়ি, বড় স্ট্যান্ড ল্যাম্প... কিন্তু পছন্দ হয়নাই তাই কিনা হয়নি...( আল্লাহ বাচাইছে.. 😊)
২য় গন্তব্য - সিমান্ত স্কয়ার/ রাইফেল স্কয়ার। সেখান থেকে ৩টা ক্রিম কিনা হলো শুধু। তাও ৩২০০ টাকা 😥। আর এই ক্রিম নাকি এখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। বিদেশী জিনিস, দাম বেশি কিন্তু জিনিস নাকি ভালো।
যাক অন্যদিন ক্রিমের রিভিউ দিয়ে দিব।
৩য় গন্তব্য - অনেকদিন যাবত ধানমন্ডি লেক এ চা খাওয়া হয়নি। তাই লেক এ গিয়ে চা খাইতে হবে। গেলাম লেক এ, গিয়া চা পান করিলাম।
৪র্থ গন্তব্য - জুতা কিনতে হবে। কোথায় যাওয়া যায়...? আমিই প্রস্তাব দিলাম, চলো যমুনায় যাই- ওখান থেকে জুতা কিনে ডিনার করে বাসায় চলে যাবো। অবশেষে এইটাই ফাইনাল হলো। গেলাম ধানমন্ডি থেকে যমুনা ফিউচার পার্কে। এপেক্স, বাটা ঘুরে যাও জুতা পছন্দ হলো কিন্তু সাইজ পাওয়া গেলো না.. 😥। অগত্যা জুতা না নিয়েই ফিরতে হলো।
৫ম গন্তব্য - এবার ডিনার এর পালা, কোথায় করবো ডিনার..? শেষ পর্যন্ত ডিসিশান হলো, যাবো আর্বান ভয়েড এ। কারন একসাথে অনেক অপশন, আর সবই টেস্ট.... তাই চলে গেলাম আর্বান ভয়েড এ। সেখানে ট্রাই করলাম নতুন এক ডিশ... সে গল্প আরেকদিন হবে...
অবশেষে ডিনার শেষ করে ফিরলাম বাসায়....
এভাবেই শেষ হলো Two flying bird এর weekend..😊.
সময় পেলেই পরিবারকে সময় দিন, একটু ঘুরতে বের হন দেখবেন সাদামাটা জীবনে কিছুটা হলেও আনন্দ পাবেন।

Comments